কক্সবাজার, বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থী শিবির, সেপ্টেম্বর ১৯, ২০১৭। রয়টার্সের ফটোগ্রাফার কাথাল ম্যাকনগটন বলেন: “পরিস্থিতির গুরুতরতা দেখানো খুবই জরুরি ছিল। দেখানো দরকার ছিল যে কেমন খাড়া পাহাড় আর মাটিতে রোহিঙ্গাদের বসবাস করতে হচ্ছে। এই চিত্র একসাথে তুলে ধরার জন্য আমি অপেক্ষা করছিলাম। ফ্রেমের নিচের দিকে বাম কোনার লোকটি বৃষ্টির মধ্যে ছাতা ধরে আছে, যেন তাদের দুর্দশা ক্ষণিকের জন্য লাঘবের চেষ্টা করছে।